কোমরের ব্যথার চিকিৎসা
সারা পৃথিবীতে কোমরের ব্যথা চিকিৎসায় আমূল পরিবর্তন এসেছে। আগে যে সমস্ত রোগের চিকিৎসা ভাবা যেত না, অথবা অপারেশন ছাড়া কোন চিকিৎসা ছিল না, রোগীকে সারা জীবন ব্যথা বয়ে বেড়াতে হত, এখন অপারেশন ছাড়াই সে সমস্ত রোগের চিকিৎসা সম্ভব।
অপারেশন এড়ানোর উপায়
ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট চিকিৎসা পদ্ধতি হল চিকিৎসা শাস্ত্রের একটি নবতম শাখা। যেমন হার্টের রোগের চিকিৎসায় অপারেশনের স্থান নিয়েছে ইন্টারভেনশনাল cardiology, তেমনি এখানে অপারেশন এড়ানো সম্ভব এই নুতন ধরনের চিকিৎসা দ্বারা।
প্লেটলেট রিচ প্লাসমা
Stem Cell থেরাপির মতো এই চিকিৎসা অত্যন্ত জনপ্রিয় হয়েছে বিশেষ করে হাঁটু ব্যথার চিকিৎসায়। কোমরের ব্যথাতেও এই চিকিৎসা বেশ জনপ্রিয় হচ্ছে।
রেডিও ফ্রিকোয়েন্সি
এটি ব্যথা চিকিৎসায় সর্বাধুনিক সংযোজন। রেডিও ফ্রিকয়েন্সি চিকিৎসা দ্বারা অপারেশন ছাড়াই বহু দুরারোগ্য ব্যথার চিকিৎসা সম্ভব হয়েছে।
অপারেশন যখন ব্যর্থ হয়
Failed Back Surgery Syndrome হল ব্যর্থ অপারেশন পরবর্তী ব্যথা। এখানে কোন প্রকারের চিকিৎসাই আর কাজ করত না। কিন্তু এখন এর চিকিৎসা সফলভাবে হচ্ছে। Spinal Cord Stimulation তেমনি একটি চিকিৎসা। এখানে মেরুদণ্ডের মধ্যে পেসমেকার প্রতিস্থাপন করা হয় অপারেশন ছাড়াই। এতি একটি ব্যয়বহুল চিকিৎসা, কিন্তু রোগীকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনে।
Intra-thecal পাম্প
এটি একটি ছোট পাম্প যার মধ্যে ভরা থাকে ওষুধ। এই ওষুধ পাম্প থেকে একটি সুক্ষ নালি দিয়ে মেরুদণ্ডে প্রবেশ করে। যে সমস্ত মারাত্মক ব্যথা আর কোন ভাবেই সারান যায় না, তাদের জন্য এই চিকিৎসা উন্নত দেশগুলিতে বহুল প্রচলিত। ক্যান্সার রোগীদের জন্য এই পাম্পে ভরা হয় মরফিন। এই মরফিন ৩০০ গুন বেশি কাজ করে। অর্থাৎ মরফিনের মাত্রা ৩০০ গুন কম লাগে, ফলে মরফিনের পার্শ্ব প্রতিক্রিয়া পুরোপুরি এড়ানো যায়।