Menu

কোমর ও অন্যান্য ব্যথা

বিভিন্ন ব্যথা ও তার আধুনিক চিকিৎসা সম্পর্কে বিশদে জানুন। ফোন করুন +৯১৯৩৩৯৬৫৭৮৫৭

এন্ডোস্কোপিক ডিস্কেকটমি (Endoscopic Discectomy)

স্লিপ ডিস্ক কি?

মেরুদণ্ডের দুটি হাড়ের মধ্যে থাকে একটি কুশন, যার মধ্যে জেলি ভরা থাকে। যদি কোনোভাবে ডিস্কের জেলি বেরিয়ে এসে স্পাইনাল কর্ডের নার্ভগুলির উপর চাপ পড়ে, তবে রোগীর কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে। ব্যথার সাথে অবশ এবং ঝিনঝিন ভাব থাকে, কখনো বা পা দুর্বল হয়ে যায় এবং হাঁটতে অসুবিধা হয়। এই অবস্থাকে বলে স্লিপ ডিস্ক।

যদি ওষুধ, ইঞ্জেক্সন-এ কাজ না হয়, যে জেলি নার্ভ -এর উপর চাপ দিচ্ছে সেটিকে তবে অপারেশন করে বার করে দেওয়া হয়। যেহেতু এটি মেরুদণ্ডের অপারেশন, তাই এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অপারেশন সফল না হলে, তার বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়, এবং কখনো বা রোগী সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়ে। এমনকি মাইক্রোস্কোপ দ্বারা করা মাইক্রো-ডিস্কেকটমিও একই রকম ঝুঁকিপূর্ণ। 

সমাধান কি?

মেরুদণ্ডের অপারেশন এর সর্বাধুনিক পদ্ধতি হল এন্ডোস্কোপিক পদ্ধতিতে অপারেশন। এখানে পিঠের মধ্যে খুব ছোট্ট ফুঁটো করে, অতি সুক্ষ মাইক্রোস্কোপ, ক্যামেরা, ঢুকিয়ে দেওয়া হয়। তারপর অতি সুক্ষ যন্ত্রের সাহায্যে নার্ভে চাপ দেওয়া জেলিটিকে ছোট ছোট করে বার করে আনা হয়। 

প্রচলিত মাইক্রো-ডিস্কেকটমি এবং এন্ডোস্কোপিক ডিস্কেকটমি -র মধ্যে তফাৎ কি কি? 

মাইক্রো-ডিস্কেকটমিএন্ডোস্কোপিক ডিস্কেকটমি
ছোট করে কেটে অপারেশন করা হয়, অজ্ঞান করার প্রয়োজন। ফুঁটো করে অপারেশন করা হয়, অজ্ঞান করার প্রয়োজন নেই।
৩-৫ টা সেলাই পড়ে। সেলাই দেওয়া হয় না, কখনো বা একটি সেলাই দেওয়া হয়। 
৫-৭ দিন ভর্তি থাকার প্রয়োজন।দিনে দিনেই ছুটি হয়, ভর্তি থাকার প্রয়োজন নেই। 
চিকিৎসা ব্যয়বহুল।  প্রায় ১.৫ লাখ। চিকিৎসা খরচ তুলনামুূলক অনেক কম। ৬০-৭০ হাজার।

 

 

দরদিয়া সর্বপ্রথম

দরদিয়ায় ভারতের প্রথম পারকিউটেনিআস ডিস্কেকটমি শুরু হয় ২০০৬ সালে এবং পূর্ব ভারতে প্রথম এন্ডোস্কোপিক ডিস্কেকটমি শুরু হয় ২০১২ সালের জুন মাসে। 

দরদিয়া পৃথিবীর একমাত্র শুধুমাত্র ব্যথা সম্পর্কীয় রোগের চিকিৎসার হাসপাতাল। 

দরদিয়া ভারতের শ্রেষ্ঠ পেইন ক্লিনিক-এর শিরোপা পেয়েছে এবং আমেরিকার ওয়ার্ল্ড ইন্সিটিউট অফ পেইন উৎকর্ষ কেন্দ্র  হিসাবে স্বীকৃতি ও পুরস্কার দিয়েছে।  

যোগাযোগ

গুগল প্লে ষ্টোর থেকে "Daradia Pain Management" অ্যাপ ডাউন লোড করুন এবং নিজেই appointment নিন। 

অথবা, হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরেঃ +৯১৯৩৩৯৬৫৭৮৫৭ 

অথবা, www.daradia.com ওয়েবসাইট-এ গিয়ে নিজেই যোগাযোগ করুন।