Menu

কোমর ও অন্যান্য ব্যথা

বিভিন্ন ব্যথা ও তার আধুনিক চিকিৎসা সম্পর্কে বিশদে জানুন। ফোন করুন +৯১৯৩৩৯৬৫৭৮৫৭

মরফিন পাম্প

ক্যান্সারের ব্যথা অথবা আরও কিছু তীব্র ব্যথা আছে যা সাধারন চিকিৎসায় সারে না। সমস্ত রকম ব্যথার চিকিৎসাই যখন ফেল, তখন মরফিন পাম্প-এর প্রয়োজন হতে পারে।

আমরা জানি মরফিন ব্যথার চিকিৎসার অব্যর্থ ওষুধ। কিন্তু এর অনেক সাইড এফেক্ট-ও আছে। আমরা ক্যান্সার জাতীয় রোগে এর ব্যবহার করি।

কিন্তু মরফিন যদি সোজাসুজি মেরুদণ্ডের মধ্যে প্রবেশ করানো হয়, এর কাজ ৩০০ গুন বেড়ে যায়। অর্থাৎ ৩০০ মিলিগ্রাম মরফিন মুখে খেলে যে কাজ হয়, ১ মিলিগ্রাম মরফিন মেরুদণ্ডে দিলে সমপরিমান কাজ হয় এবং সাইড এফেক্ট ৩০০ ভাগ কম হয়।

মরফিন পাম্প ছোট একটি সাবান-এর মত সাইজ যা খুব ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে চামড়ার ঠিক নিচে প্রতিস্থাপন করা হয়। এই পাম্প থেকে খুব সূক্ষ্ম একটি নালী মেরুদণ্ডে মরফিন ওষুধ পাম্প করতে থাকে ভীষণ ধীরে ধীরে, ০.৫ মিলিলিটার প্রতি ২৪ ঘণ্টায়।

এই পদ্ধতি ব্যয়বহুল কিন্তু ভীষণভাবে কার্যকরী। উন্নত দেশগুলিতে এর ব্যবহার অতি প্রচলিত, বিশেষ করে ক্যান্সার-এর ব্যথায়।

খরচ কেমন

 

ভারতীয় মুদ্রায় মরফিন পাম্প প্রতিস্থাপনের খরচ পড়ে সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার মতো। কিন্তু ব্যথা কমাতে এই যন্ত্রের জুড়ি মেলা ভার।