Menu

কোমর ও অন্যান্য ব্যথা

বিভিন্ন ব্যথা ও তার আধুনিক চিকিৎসা সম্পর্কে বিশদে জানুন। ফোন করুন +৯১৯৩৩৯৬৫৭৮৫৭

ওজোন থেরাপি

বিভিন্ন রকম স্লিপড্ ডিস্কের রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসার প্রয়োগ করা হয়। এটি এমন একটি ইন্টারভেনশন যাতে বিশেষ পদ্ধতিতে রোগাক্রান্ত ডিস্কের মধ্যে ওজোন গ্যাস ইঞ্জেক্সন দেওয়া হয়। ওজোন গ্যাসের অ্যাকটিভ অক্সিজেন অ্যাটম ডিস্কের জেলির (বা নিউক্লিয়াস পাল্পোসাস ) মধ্যের প্রোটিও-গ্র্রালইক্যান ব্রিজটিকে ভেঙে দেয়। ফলে জেলিটির জল ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং ডিস্কটি আয়তনে ছোট হয়ে যায় যা অপারেশান করে ডিস্কটিকে ছোট করে দেওয়ার সমতুল।  

ওজোন গ্যাস পার্শ্ববর্তী নার্ভগুলির কোনও প্রকার ক্ষতি তো করেই না বরং এই নার্ভরুটের প্রদাহ কমিয়ে দেয়।পদ্ধতিটির জন্য হাসপাতালে ভর্তি থাকতে হয় না, এবং পুরো অ্যানেস্থেসিয়া করার প্রয়োজন হয় না। খরচ অপারেশনের কয়েকগুণ কম (৫ থেকে ১০ ভাগ কম)। এই পদ্ধতিতে সাফল্যের হারও অপারেশনের সমতুল ( ৯০শতাংশের মত )। কিন্তু যে কারণে এটি এত ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করেছে ইউরোপের বিভিন্ন দেশে, তা হল এর ঝুঁকির দিক প্রায় নেই বললেই চলে। এই পদ্ধতিটি বিভিন্নভাবে অ্যানিম্যাল স্টাডিতেও প্রমাণিত। আর ইউরোপের বিভিন্ন দেশে পনেরো বছরে হাজার হাজার বার প্রয়োগ করেও এই পদ্ধতির মধ্যে একটিও কোন খারাপ দিক পাওয়া যায়নি। তাই ২০০২ সালের পর থেকে এই পদ্ধতিটি এত জনপ্রিয়তা লাভ করেছে যে মাত্র প্রথম দুই বছরেই ৩০ হাজারেরও বেশি বার এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। অপারেশন ছাড়া ডিস্ক ছোট করার আর যা যা পদ্ধতি রয়েছে, সবচেয়ে নিরাপদ হল এটি। ব্যর্থ হওয়ার রোগীদেরও সমস্ত ধরনের চিকিৎসার রাস্তাও খোলা থাকে। এমনকি ওজন ডিস্কেকটমিও আবার পুনঃপ্রয়োগ করা যেতে পারে। মনে করা হচ্ছে এটি একবিংশ শতাব্দীর এমন একটি পদ্ধতি যা ডিস্কের অপারেশন কয়েকগুণ কমিয়ে দেবে।

ওজোন ডিস্কেকটমি ঃ

ওজোন হল তিনটি অক্সিজেন অ্যাটম নিয়ে তৈরি একটি গ্যাস। এটি খুব ক্ষণস্থায়ী। ২০ মিনিটের মধ্যে অর্ধেক ওজোন গাস অক্সিজেনে পরিবর্তিত হয়ে যায়। ওজোন থেকে অক্সিজেনে পরিবর্তিত হওয়ার সময় এক্তি অ্যাক্টিভ অক্সিজেন অ্যাটম নির্গত হয় যা ডিস্কের ভিতরের প্রোটিওগ্লাইক্যান ব্রিজগুলিকে ভেঙে দেয়। ফলে ডিস্কের জল ধরে রাখার ক্ষমতা এবং ডিস্কের আয়তন কমে যায়। 

ওজোন ডিস্কেকটমি করার জন্য সাধারণত রোগীকে অজ্ঞান করার প্রয়োজন পড়ে না।

 

 

ওজোন থেরাপির খরচ

ওজোন থেরাপির খরচ অপারেশন-এর তুলনায় কয়েকগুন কম।

দরদিয়া পেইন ক্লিনিকে সব কিছু মিলিয়ে খরছ পড়ে ভারতীয় মুদ্রায় ০-২৫০০০ টাকা।