এপিডূরাল ইনজেকশন
এপিডুরাল স্পেস হল মেরুদণ্ডের মধ্যের একটি সূক্ষ্ম জায়গা যেখান থেকে স্পাইনাল কর্ডের নার্ভ শরিরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এটি ডুরা ও মেরুদণ্ডের হাড়ের মধ্যবর্তী অংশ।
এপিডুরাল স্পেসের মধ্যে কোন ওষুধ ইনজেকশন করলে, তা ওই অংশের নার্ভগুলি দিয়ে আসা ব্যথার সিগন্যালগুলিকে বন্ধ করে দেয়। এটি অত্যন্ত কার্যকরী, যদিও অনেক সময় ব্যথা আবার ফিরে আসে। অর্থাৎ অনেক ক্ষেত্রে এটি সাময়িকভাবে কাজ করে। এবং অন্য কোন রোগ সারানোর চিকিৎসা প্রয়োগ করার প্রয়োজন হয়।
স্লিপ ডিস্ক রোগের ক্ষেত্রে ওজোন থেরাপি অথবা রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসা সঙ্গে করার প্রয়োজন হয়।
এপিডুরাল ইঞ্জেক্শন কখন দেওয়া হয়ঃ
- স্লিপ ডিস্ক
- প্রসব বেদনা
- Spinal Canal Stenosis
- Discogenic Back Pain