দরদিয়া হাসপাতাল
দরদিয়া উল্টোডাঙা শাখা
কোমরের ব্যথায় আমরা সকলেই কোনও না কোন সময় ভুগি। যে কোন একটি সময় যে কোন একটি জায়গার ৩০% মানুষ কোমরের ব্যথায় ভোগেন। কিন্তু ভাল খবর হল বেশিরভাগ কোমরের ব্যথা বিপজ্জনক নয় এবং আপনা আপনি সেরে যায়।
হাঁটু ব্যথা
হাঁটু ব্যথার অনেক কারন। কিন্তু প্রধান তিনটি কারন হল ১) অষ্টিও-আরথ্রাইটিস (সবচেয়ে বেশি), ২) রিউম্যাটএড আরথ্রাইটিস এবং ৩) স্পনডাইলো-আরথ্রাইটিস। প্রথমটি হল ক্ষয় জনিত আরথ্রাইটিস, পরের দুটি হল প্রদাহ জনিত আরথ্রাইটিস। হাঁটু ব্যথা নিয়ে আরও জানতে এখানে ক্লিক করুন।
দরদিয়াঃ দি পেইন ক্লিনিক - আমাদের হোয়াটসঅ্যাপ ও ফোণ নম্বরঃ +৯১৯৩৩৯৫৭৮৫৭ এবং +৯১৯১৬৩৭৩০০০৪
WHATSAPPএ নাম লেখানঃ
Appointments -এর সবচেয়ে ভাল উপায় হল হোয়াটসঅ্যাপ এর সাহায্যে যোগাযোগ। এই নম্বরেঃ + ৯১৯৩৩৯৬৫৭৮৫৭। অথবা গুগল প্লে স্টোর থেকে দরদিয়ার অ্যাপ ডাউনলোড করুন (DARADIA PAIN MANAGEMENT) এবং এর মাধ্যমে সহজে নাম লেখান।
Back Pain-এর প্রধান কারণগুলিঃ
Link মেরুদণ্ড- প্রধান উৎপত্তি স্থল
Our spine is made up of small pieces of bone. They are attached with each other with two facet joints posteriorly and disc anteriorly. Disc and facet joints are two common causes of pain. Sacro-iliac joint (where spine ends and hip bone starts) is 3rd common cause of pain. আমাদের মেরুদণ্ড ছোট ছোট হাড় দিয়ে তৈরি। দুটি হাড় জুড়ে থাকে তিনটি জোড় দিয়ে। সামনের দিকে থাকে একটি ডিস্ক, এবং পিছনের দিকে থাকে দুটি ফ্যাসেট জয়েন্ট। বেশিরভাগ ক্ষেত্রেই কোমরের ব্যথার উৎপত্তি এই দুটি জায়গা থেকে। কোমরের ব্যথার তৃতীয় উৎপত্তি স্থল হল স্যাক্রো-ইলিয়াক জয়েন্ট। মাংসপেশি-ও ব্যথার একটি উৎপত্তি স্থল, কিন্তু এটা চতুর্থ কারন।
Bulging disc
Bulging disk or degenerated disc is commonest cause of back pain in young & middle aged population. ডিস্ক হল একটি জেলি ভর্তি কুশনের মত। ডিস্কের আবরনটি যখন খয়প্রাপ্ত হয়, ভিতরের জেলিটি বাইরে বেরিয়ে আসতে চায়, এই অবস্থাকে বলে স্লিপ ডিস্ক বা বালজিং ডিস্ক। এটি হল কোমরের ব্যথার প্রধান কারন।
Facet Joint
Facet joints are very common source of back pain and commonest cause of back pain in elderly. ফ্যাসেট জয়েন্ট হল বেশি বয়স-এর কোমরের ব্যথার প্রধান কারন এবং সব বয়স মিলিয়ে দ্বিতীয় প্রধান কারন।
Sacro-iliac joint
Sacro-iliac joint is the 3rd common source of pain in all age group। কোমরের ব্যথার তৃতীয় প্রধান উৎপত্তি স্থল হল স্যাক্রো-ইলিয়াক জয়েন্ট।
Myofascial Pain
কোমরের ব্যথার চতুর্থ প্রধান কারন হল মায়ওফেসিয়াল পেইন বা মাংশপেশি থেকে উৎপত্তি ব্যথা।
Important Links:
আপনার back pain কি serious?
Most common causes are not serious. But there are some signs which may indicate that back pain may be serious. like: বেশিরভাগ কোমরের ব্যথাই বিপজ্জনক নয়। নিম্নলিখিত কিছু ব্যতিক্রম অবশ্য আছে-
- Major trauma/accident/fracture (বড় আঘাত, অথবা ভেঙে জাওয়া)
- Tumor (টিউমার বা ক্যান্সার)
- Infection (ইনফেকশন বা সংক্রমণ)
- Numbness particularly if its progressing (অবশ হয়ে যাওয়া)
- Weakness ( মাংসপেশীর দুর্বলতা)
- Inability to pass urine or stool (প্রস্রাব বা পায়খানা করতে না পারা)
- Pain is increasing and not responding to pain medicines (ব্যথার ওষুধ খাওয়া সত্তেও ব্যথা বেড়ে যাওয়া)
In presence of above signs we must consult specialist doctors immediately.
এই সমস্ত ক্ষেত্রে যত শীঘ্র সম্ভব বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই সমস্ত ক্ষেত্রে অপারেশন করার প্রয়োজন হতে পারে।
ভিসিটর সংখ্যা
2421674